• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা

   ৩১ মে ২০২৫, ০৯:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাপান সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

এর আগে গত বুধবার টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। ওইদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

জাপান সফর শেষ করে, প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন। তিনি আজ গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর