• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী

   ২৯ মে ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে বুধবার (২৮ মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয় তিন জন।

‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠনের লোকজন এ হামলা করে বলে দাবি করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের। তারা দাবি করেন, সংগঠনটির লোকজন ছাত্র শিবিরের নেতাকর্মী।

এদিকে সংঘর্ষের সময় এক নারীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয় জানা গেছে। তার নাম আকাশ চৌধুরী। তার গ্রামের বাড়ি জেলার সাতকানিয়া উপজেলায়। সে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা।

তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, উক্ত ব্যক্তি ইতোপূর্বে ছাত্র শিবিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের কোনও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

তবে মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সঙ্গে ওই যুবকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পুষ্পিতা নাথ বৃহস্পতিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের ১৫ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে তিন জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারীকে লাথি মারার ভিডিও সম্পর্কে পুষ্পিতা নাথ বলেন, যে নারীকে লাথি মারা হয়েছে তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি এ্যানি চৌধুরী। যিনি মেরেছেন তিনি ছাত্র শিবিরের কর্মী।

বুধবারের হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টায় নগরের লাভলেইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে গণতান্ত্রিক ছাত্র জোট। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে বলা হয়, চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ টি এম আজহারকে নির্দোষ ঘোষণা করায় এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ সমাবেশে পুলিশের উপস্থিতিতে ছাত্র শিবিরের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এবং হামলাকারী ও নারী হেনস্তাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেস ব্রিফিং করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা