জামায়াত আমিরের জরুরি বার্তা


নিজস্ব প্রতিবেদক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, তার দায় দল নেবে না।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না ব্যক্তি তিনি যেই হোন না কেন।
তিনি আরো বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।
ভিওডি বাংলা/ এমএইচ
হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নাহিদ
বৃহস্পতিবা (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত …

উচ্চকক্ষের ১০০ আসনেও পিআর পদ্ধতি চায় না বিএনপি
১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠনে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, …

মোসাদের সঙ্গে দেখা করার কথা স্বীকার করলেন নুর
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ …
