জামায়াত নেতা
এটিএম আজহার খালাস: বামপন্থী ছাত্রসংগঠনের বিক্ষোভ


ঢাবি প্রতিবেদক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে বেশ কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভটি কলা ভবন-কেন্দ্রীয় গ্রান্থগার-চারুকলা-শাহবাগ থানা হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে অংশ নিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি, কিন্তু এই সরকার ’৭১-এর যুদ্ধ অপরাধীদের খালাস দেওয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় শীর্ষ সন্ত্রাসীদের বেকসুর খালাশ দেওয়া হলো। এই রায়ের পর আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’ এই আদালতকে তল্পিবাহক বানাবেন না। এই দেশে মুক্তিযুদ্ধের যত সপক্ষের শক্তি রয়েছে, জানতে চান কোন প্রক্রিয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো।
তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী স্বাধীন বিচার ব্যবস্থার যে আকাঙ্ক্ষা, সেখানে ন্যাক্কারজনকভাবে অন্তর্বর্তী সরকার এই রায়ে মাধ্যমে শেষ পেরেকটুকু ঠুকে দিল। তিন-তিনটি অভিযোগ থাকার পর তাকে বেকুসুর খালাস দেওয়া হলো। কিন্তু এই আজাহার তৎকালীন রংপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক হয়েছেন শিমুল কুম্ভকার, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনাসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/ এমএইচ
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামীর জাতীয় …

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর …

জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা …
