• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রৌমারীতে বিএসএফ’র সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সীমান্তে উত্তেজনা

   ২৭ মে ২০২৫, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বিএসএফ। এতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে পুশইন করেছে ভারত।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তের-১০৬৭ সীমানা পিলারে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। 

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ কর্তৃক কয়েক রাউন্ড গুলি বর্ষণ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে অবৈধভাবে ১৪ জন নারী পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা যায়। 

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পুশইন করা ব্যক্তিরা অবস্থান করছে। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫জন নারী। তারা সকলেই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় খোরশেদ আলম, ময়জুদ্দিনসহ কয়েকজন জানান, ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ চারটি ফাঁকা গুলি ছোড়ে।

বর্তমানে পরিস্থিতি কিছু থমথমে রয়েছে বলে জানান তারা।

জামালপুর ব্যাটালিয়নের- ৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তারা দুই দেশের শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ব্ধতন কর্তৃপক্ষ গেছেন। কোন গোলাগুলির ঘটনা না ঘটলেও বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

এছাড়াও কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, কুড়িগ্রাম-২২ বিজিরি’র অধিনে বিভিন্ন সীমান্ত দিয়ে ২৩/২৪ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। এই বিষয়ে পরে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/মশিউর রহমান বিপুল/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা