• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে: আসিফ নজরুল

   ২৭ মে ২০২৫, ০১:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের মধ্য দিয়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে’ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সুযোগ তৈরির কৃতিত্ব ‘জুলাই আন্দোলনের নেতাদের’।

আসিফ নজরুল লিখেছেন, ‘নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতভাবে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায়—দুটিই বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি রক্ষা করার দায় এখন ‘সবার’।

উল্লেখ্য, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে উঠে। প্রতীকী গণ-আদালতও গড়ে তোলেন তিনি। প্রতীকী বিচারে জামায়াতের তৎকালীন আমির গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডতুল্য বলে রায় দেয় গণ-আদালত। আসিফ নজরুল সেই গণআদালতের অন্যতম সংগঠক ও জাহানা ইমামের বিশেষ সহযোগী ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ অস্ত্রধারী পুলিশ
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ অস্ত্রধারী পুলিশ
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু
ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট
ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট