• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

নির্বাচনের দিনক্ষণ ইস্যুতে একদিনে দুই তথ্য

   ২৩ মে ২০২৫, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় নির্বাচন কবে? এই প্রশ্নের উত্তর জানতে বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের মানুষ যখন উন্মুখ, তখন সরকার থেকে এ নিয়ে একদিনে এলো দুই রকমের তথ্য।

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয়।

এসময় নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা কাছ থেকে তা শোনার পরামর্শও দেন তিনি।

নির্বাচন নিয়ে রিজওয়ানার থেকে ডিসেম্বর থেকে জুন সম্ভাব্য সময় শোনার পর একই দিন দুপুর একটার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দিলেন আরেক তথ্য। যদিও তিনি এটি ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন।

তৈয়ব ফেসবুক পোস্টে লেখেন,  ‘দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে তার আশা।’ 

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এই সময়কে ‘ব্যক্তিগত মতামত’ উল্লেখ করে তিনি লেখেন, এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের (প্রধান উপদেষ্টার)। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।’

একই সঙ্গে জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগস্টের মধ্যেই শেখ হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে বলেন, পদত্যাগ না করে সময় মতো জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ইতিহাসের স্মরণীয় থাকুন। সময় মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের অস্থিরতার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমানে যে রাজনৈতিক সঙ্কট, এই সঙ্কট দূর করবার একটিমাত্র পথ তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। তবে এর একদিন পরই নির্বাচন অনুষ্ঠানে সময় নিয়ে সরকার থেকে দুই ধরনের তথ্য এলো, যার একটি বেশ পুরনো, অন্যটি ব্যক্তিগত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান