• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেইমার নেমেও জেতাতে পারলেন না সান্তোসকে

   ২৩ মে ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

কোপা দো ব্রাজিলের ২০২৫-এর তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে বৃহস্পতিবার সান্তোসকে পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে হারিয়ে দিয়েছে সিআরবি। প্রথম লেগে ১-১ গোলে ড্রর পর দ্বিতীয় লেগেও ম্যাচটি নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র হওয়ায় সমতা ভাঙতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ১২ বছর পর কোপা দো ব্রাজিল খেলতে নেমে রেই পেলে স্টেডিয়ামে নেইমার শ্যুটআউট থেকে জালভেদ করলেও তার দল পারেনি শেষ ষোলোয় উঠতে।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। সিআরবি দুটি স্পষ্ট সুযোগ পেলেও সান্তোস গোলরক্ষক গাব্রিয়েল ব্রাজাও চমৎকার সেভ করে দলকে রক্ষা করেন। সান্তোসও দুটি ভয়ংকর আক্রমণ করেছিল কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজাও আবারও দুর্দান্ত এক সেভ করেন। তবে ম্যাচের গতি বদলে যায় ৬৫ মিনিটে, যখন ১২ বছর পর কোপা দো ব্রাজিলের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার।

সান্তোসের দশ নম্বর জার্সিধারী এই তারকা শেষবার মাঠে নেমেছিলেন এপ্রিল ১৬ তারিখে, অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে, যেখানে তিনি চোট পান। সেই ম্যাচ ছিল সান্তোসের ব্রাজিলিয়েরোতে একমাত্র জয়। মাঠে নামার পর প্রথম দুই স্পর্শেই খেলার রূপ বদলে দেন নেইমার। তিনি দুইবার সতীর্থদের গোলের দারুণ সুযোগ করে দেন। ৮৬ মিনিটে গোলরক্ষকবিহীন পোস্টের সামনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন মিকায়েল। এক মিনিট পর, ৮৭ মিনিটে দুর্দান্ত একটি ‘স্নুকার টাচে কর্নারের দিকে শট নেন নেইমার, তবে সিআরবি গোলরক্ষক মাতেউস আলবিনো অবিশ্বাস্যভাবে তা রক্ষা করেন।

শেষ পর্যন্ত খেলা পেনাল্টিতে গড়ালে গুইলহেরমে ও জে ইভালদোর শট মিসে ৫-৪ ব্যবধানে হেরে কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিতে হয় নেইমারের সান্তোসকে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন