• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাইয়ের প্রতিটি শক্তিই পরষ্পরকে গাদ্দার মনে করে: উমামা ফাতেমা

   ২৩ মে ২০২৫, ১০:১৯ এ.এম.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ের প্রতিটি শক্তিই পরষ্পরকে গাদ্দার মনে করে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল এক রকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।

সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাত, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দেশটা স্ট্যাবল না হতে দেয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে। আর জুলাই এর সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলা মাত্র।

তিনি আরও লেখেন, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে। আর এখন এসে ড. ইউনুসের জন্য হা-হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন