• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

   ২১ মে ২০২৫, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে ছয়টি ইউপি  চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলার হেডকোয়ার্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- কঞ্চিপাড়ার সোহেল রানা শালু, উড়িয়ার গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়ার খোরশেদ আলম, ফুলছড়ির আজহারুল ইসলাম, এরেন্ডবাড়ীর আব্দুল মান্নান আকন্দ ও ফজুলপুর ইউপির আনিছার রহমান।  সবাই নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ তারা সবাই ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করছিলেন। এ সভা শেষে যাওয়ার সময় ওই ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়।  

এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা। তিনি বলেন, বিশেষ অভিযানে ওইসব ইউপি চেম্যারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলা বা কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেনি এ কর্মকর্তা।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা