যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। আগামী ৯ থেকে ১৩ জুন এই সফর হতে পারে। সফরকালে তিনি রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টার লন্ডন সফরের বিস্তারিত সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। এই সফরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
জানা যায়, গত কয়েক বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের জন্য একটি অগ্রাধিকারের বিষয়। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাজ্য। যে কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পারেন বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
সূত্র মতে, রোহিঙ্গা সংকটের বিষয়েও যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ দেশ। বর্তমানে রোহিঙ্গা সহায়তায় অর্থায়ন কমে যাওয়ায় নতুন সংকট দেখা দিতে যাচ্ছে। এ বিষয়টিও প্রধান উপদেষ্টার সফরে গুরুত্ব পাবে।
ভিওডি বাংলা/ডিআর
আমলারা চায়নি, তাই গণমাধ্যম সংস্কার হয়নি: জিমি আমির
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির বলেছেন, আমাদের বলা হয়েছিল …

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে …
