• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ইবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

   ১৯ মে ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। গাইবান্ধার শিক্ষার্থীদের নিয়ে দিনভার নানা আয়োজন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 
সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী-সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয় একটা নতুন পরিবেশ। এখানে প্রচুর স্বাধীনতা আছে। তোমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে পড়ালেখা করে নিজেকে দেশ ও জাতীর কল্যাণে উপযুক্ত করে গড়ে তোলা। তোমারা এমন কিছু করবে না যার জন্য তোমাদের বাবা-মা, সমাজ বা দেশ লজ্জিত হয়।

এসময় তিনি গাইবান্ধা জেলা কল্যাণ সমিতি'র অ্যালামনাইদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের অগ্রগতি সাধনের জন্য জন্য কমিটির সদস্যদের আহ্বান জানান।

উল্লেখ্য,  গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি