• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাম্য হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

   ১৮ মে ২০২৫, ০৩:২১ পি.এম.

ক্যাম্পাস প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সংগঠন সাদা দল।

রোববার (১৮ মে) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে সাদা দলের নেতারা এই আল্টিমেটাম দেন।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য মারা যায়নি, হত্যা করা হয়েছে। পাঁচ দিন হয়ে গেলেও প্রকৃত খুনিকে বের করা যায়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত খুনিকে বের করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

ড. মোর্শেদ হাসান খান বলেন, আমরা কোনো ব্যক্তি স্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মো‌টিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটি গ্রুপ। আগে সাম্য হত্যার বিচার হবে তারপর আমরা অন্য আলাপ করব। ২ মাস আগে প্রাই‌ভেট বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একজন ছাত্রকে হত‌্যা করা হ‌য়ে‌ছে। সেই হত‌্যারও বিচার হয়‌নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হত‌্যা হ‌য়ে‌ছে, বিচার হয়‌নি। 

তিনি বলেন, সরকার সংস্কারের কথা বলছে অথচ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। সাম্য হত্যার বিচার শুরু না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

মানববন্ধনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীর লাশ অনেক ভারী, অনেক কষ্টদায়ক। আমাদের ক্যাম্পাস কি আদৌ নিরাপদ? আমরা একটি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানাই, যেখানে আর কোনো শিক্ষার্থীকে প্রাণ দিতে না হয়।

তিনি বলেন, জা‌তি হিসে‌বে আমি ল‌জ্জিত, আমার যে ভূমিকা সেটা আমি পালন করতে পারিনি। নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করতে পারছি না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ঢাবির শিক্ষক হিসেবে আমি লজ্জিত। আমাদের সন্তানরা কেন অন্যের হাতে প্রাণ দেবে? ক্যাম্পাসকে নিরাপদ করা আমাদের দায়িত্ব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা।

গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা