হিলি সীমান্তে ধানক্ষেত থেকে ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ধানক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে সেখানে ধান কাটার সময় পড়ে থাকা একটি ড্রোন বাড়িতে নিয়ে যান এক কৃষিশ্রমিক। পরে রাতে বিজিবি ও পুলিশ ওই কৃষিশ্রমিকের কাছ থেকে ড্রোনটি থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ঘাসুড়িয়া গ্রামের একটি ধানখেতে ড্রোনটি পড়ে ছিল। স্থানীয় এক কৃষিশ্রমিক সেটি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার কাছ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে। এতে পাঁচটি ক্যামেরা আছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারত থেকে এসেছে। এটি কোথা থেকে এসেছে বা এটি কারা উড়িয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, বুধবার দুপুর ১২টার দিকে ঘাসুড়িয়া গ্রামে সীমান্ত পিলার ২৮৭/২১ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরাজুল ইসলামের জমিতে একদল কৃষিশ্রমিক বোরো ধান কাটছিলেন। এ সময় প্রফুল্ল টপ্প (৪২) নামের এক কৃষিশ্রমিক ধানখেতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। পরে সেটি নিয়ে সেখানকার কৃষিশ্রমিকদের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়। ধান কাটার কাজ শেষ করে ড্রোনটি বাড়িতে নিয়ে যান প্রফুল্ল টপ্প। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন মুঠোফোনে হাকিমপুর থানা ও বিজিবি ক্যাম্পে খবর দেন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেন, এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় তা বাংলাদেশে এসে পড়ে যায়।
ভিওডি বাংলা/ডিআর
নৌপথে চাঁদাবাজি : র্যাবের হাতে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৭
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা …

রাজশাহীতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম
রাজশাহীতে বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। …

বহিষ্কার হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী …
