জবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হচ্ছে: ছাত্রশিবির সভাপতি


নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (১৪ মে) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে এ অভিযোগ করেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত এবং প্রতিবন্ধকতার মুখে হলেও সব আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেই সুযোগ থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবিগুলি তুলেছিল, সেগুলোর প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই। যদিও শিক্ষার্থীদের বিভিন্ন সময় আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু তাদের দাবি কখনো বাস্তবায়িত হয়নি।
শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাদের ন্যায্য দাবি জানাচ্ছিল, তাদের ওপর পুলিশের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণ অগ্রহণযোগ্য এবং এর বিচার হওয়া উচিত।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি দাবি জানাচ্ছি, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে নেয়া উচিত। না হলে আন্দোলন চলতে থাকবে।’
ভিওডি বাংলা/ এমএইচ
রাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে …

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট …

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন …
