• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ইবিতে আবৃত্তি প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা

   ১৪ মে ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল মাজেদ সাগর ও নওশীন পর্নিনী সুম্মার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগঠনিক সম্পাদক  খান মাজহারুল হক লিপু, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আবু রায়হানসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও  শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় সংগীতে মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। আবৃত্তি প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী শিক্ষার্থীরা বলেন, এই সংগঠনটা একটা  পরিবারের মতো, যাদের মাঝে থাকলে দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। এখানে সিনিয়ার জুনিরের মধ্যে একটা সেতু বন্ধন আছে। অল্প সংখ্যক সদস্য নিয়ে যেভাবে এতো দূর এসেছি,  আশা করি আপনারা এ সংগঠনকে আরো উপরে নিয়ে যাবেন।

সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বলেন, আমাদের সংগঠন থেকে কখনো কেউ বিদায় নেয় না। যারা চলে গেছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই সংগঠনের সাথে যুক্ত আছি। আমি ‘আবৃত্তি আবৃত্তি’ থেকে শিখেছি কীভবে কথা বলতে হয়।

এসময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগঠনিক সম্পাদক  খান মাজহারুল হক লিপু বলেন, ২২ বছর ধরে ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র সাথে যুক্ত আছি। এতোদিন পরও আমার মনে হয়  এখনো যেন সেই আগের তারাই আছে, কারণ আন্তরিকতার কোনো ঘাততি দেখি না।

উল্লেখ্য, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজিয়া ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নাত মালিয়াত সীমা এবং তৃতীয় স্থান অর্জ করেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আহনাফউজ্জমান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য সার্টিফিকেটের ব্যাবস্থা করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি