ছাত্র-তরুণদের প্রতি মারুফ কামালের সতর্ক বার্তা


নিজস্ব প্রতিবেদক
তরুণ ছাত্র রাজনীতিবিদদের সতর্ক করলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার (১১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র রাজনীতিবিদদের সতর্কতামূলক পরামর্শ দেন তিনি।
নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মারুফ কামাল লিখেন, ‘একটা সময় এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল প্রধান অ্যাক্টর। তারা অ্যাক্ট করতো আর বাদ বাকি সবাই তাদের অ্যাকশনের ব্যাপারে রিঅ্যাক্ট করতো। ফলে তাদের প্রতিদ্বন্দ্বীকেও অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত হতে হতো। রাজনীতিতে কোনো দল প্রধান অ্যাক্টর হলে তারা প্রধান ফ্যাক্টরও হয়ে ওঠে।’
আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে এখন প্রধান অ্যাক্টর কারা সেই প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘এখন রাজনীতিতে মেইন অ্যাক্টর কারা? চব্বিশের অভ্যুত্থানের ছাত্র-তরুণেরা কি প্রধান অ্যাক্টর হয়ে উঠছেন? বিএনপি-জামায়াত সহ বাকি দলগুলোকে কি তাদের কর্মকাণ্ড ছাত্র-তরুণদের করা অ্যাকশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্ণয় করতে হচ্ছে?’
এরপর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি লিখেন, ‘তাহলে তো ক্রমে তারা অপ্রধান হয়ে যাবেন। কাজেই রাজনীতিতে তাদের নিজেদের পথরেখা স্পষ্ট করতে হবে এবং নেতা-কর্মী-সমর্থকের বাইরে ব্যাপক জনমতকে সেদিকে টেনে আনতে হবে।’
পোস্টের শেষাংশে মারুফ কামাল খান লিখেছেন, ‘প্রধান অ্যাক্টর হবার একটা বড় ঝুঁকি বা বিপদ আছে। যারা প্রধান অ্যাক্টর হয় তারা ফ্যাসিবাদী বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। ছাত্র-তরুণদের সেটা মাথায় রাখতে হবে।’
প্রসঙ্গত, শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্ররা ইতোমধ্যেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সবশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেও অগ্রণী ভূমিকা ছিল রাজনীতিতে আসা এসব ছাত্রদের। অনেক ক্ষেত্রে এসব তরুণ দলের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিএনপি-জামায়াতসহ বাকিরা তাদের অ্যাকশন নির্ণয় করছেন। যা নিয়েই ছাত্র-তরুণদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এ প্রেস সচিব।
ভিওডি বাংলা/ এমএইচ
৪৮ শতাংশের বেশি মানুষ সিদ্ধান্ত নেননি : জরিপ
আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত …

‘মূল লক্ষ্য আগামী নির্বাচন, প্রস্তুতি নিচ্ছি’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন …

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করেছে …
