• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার

   ১১ মে ২০২৫, ১২:২৬ পি.এম.

নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১) সকালে ওই নেতাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার (১০ মে) সন্ধ্যায় পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু হাসনাত মো মিজানুর রহমান (কিশোর) উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, আবু হাসনাত মো মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় ও নওগাঁ সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা আছে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তা ছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে।

বদলগাছী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ নভেম্বর গোঁবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিকে আদালতে পাঠিয়েছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য