প্রধান শিক্ষককে শোকজ
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান


কুমিল্লা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের স্লোগান দেওয়ার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনির আহমেদকে শোকজ করেছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বাগমারা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ১০-১২ জন শিক্ষার্থী জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। একপর্যায়ে শিক্ষার্থীরা নিচতলায় অবস্থিত প্রধান শিক্ষকের অফিসের সামনে দাঁড়িয়েও ‘শেখ হাসিনা, শেখ হাসিন ‘ বলে স্লোগান দেয়। স্লোগানের সময় শিক্ষার্থীদের পরনে স্কুলড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ ছিল।
বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি বুধবারের নয়। সম্ভবত আরও আগের। ইউএনও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তবে শোকজ নোটিশের কপি আমি এখনও পাইনি।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি ঘটনার কারণ সম্পর্কে যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মুস্তফা কামাল শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। তিনিই বর্তমান প্রধান শিক্ষক মনির আহমেদকে নিয়োগ পরীক্ষায় প্রথম দেখিয়ে নিয়োগ দেন।
ভিওডি বাংলা/এম
শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকে নাশকতার চেষ্টা করছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ …

তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি গ্রামে সরকারি রাস্তা দখল করে ভবন …

রাজশাহী নগরীর সড়কে ঝলমলে আলো, পাড়া-মহল্লা অন্ধকার
গত আগস্ট ২০২৪ গণঅভ্যুথানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির …
