• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

জামিন পেলেন খালেদা জিয়ার ভাগনে শাহরিন

   ৮ মে ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন) করা পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পৃথক ওই মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। শাহরিন ইসলাম চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে।

বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে শাহরিনের করা আপিলের গ্রহণযোগ্যতা ও জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

দুই মামলায় জামিন পাওয়ায় শাহরিন ইসলাম চৌধুরীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হাসান রাজীব প্রধান। তিনি গণমাধ্যমকে জানান, আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট জরিমানা স্থগিত করেছেন। দুই মামলায় শাহরিন ইসলামকে এক বছরের জামিন দিয়েছেন। বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা হয়। বিচারিক আদালতের রায়ে আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় দুটি ধারায় শাহরিন ইসলামকে আট বছর (তিন বছর ও পাঁচ বছর) কারাদণ্ড ও জরিমানা করা হয়। আর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় দুটি ধারায় (৩ বছর ও ১০ বছর) ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সম্প্রতি শাহরিন ইসলাম দেশে ফেরেন। গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। পাশাপাশি জামিনের আবেদন জানান। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল হাইকোর্টে পৃথক আপিল করেন শাহরিন।

আদালতে শাহরিন ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান রাজীব প্রধান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মশিউর রহমান। দুদকের পক্ষে আইনজীবী মো. ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম শুনানিতে ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’