• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেওবন্দের মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী আর নেই

   ৪ মে ২০২৫, ০৬:২৮ পি.এম.

ধর্ম ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

রোববার (৪ মে) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এই প্রবীন আলেম। 

মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী দারুল উলুম দেওবন্দে ২০১১ সালের ১০ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০১১ স্বল্প সময়ের মুহতামিম ছিলেন। তবে ২০১১ সালে তিনি কোনো বিষয়ে নরেন্দ্র মোদির প্রশংসা করলে তাঁকে দারুল উলুম দেওবন্দের মুহতামিমের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 

তিনি দায়িত্ব পালনকালে দারুল উলুম দেওবন্দে মেডিসিন ও প্রকৌশলের মতো বিষয় চালু করে মাদরাসা শিক্ষার সংস্কারে ভূমিকা রাখেন। দেওবন্দের মজলিসে শুরার দীর্ঘদিনের সদস্য মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী জামিয়া এশায়াতুল উলুম আক্কলকোয়া, মহারাষ্ট্র, ভারত-এর প্রতিষ্ঠাতা মুহতামিম। ভারতের অসংখ্য মসজিদ-মাদরাসা, স্কুল, কলেজ, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ হাজি
দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ হাজি
ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে কুরবানীর পশু
ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে কুরবানীর পশু
আরাফার দিবস ও আমাদের করনীয়
আরাফার দিবস ও আমাদের করনীয়