‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে’


বগুড়া প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের (প্রক্সি যুদ্ধ) দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় সভায় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন।
এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলবো যে, এই ধরনের করিডোর দেয়া উচিত নয়। আপনি (অন্তর্বর্তী সরকার) যদি মনে করেন যে রাখাইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের ব্যবহার করতে চাইছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াবে, আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এ ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাক।
এছাড়া আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে ও সংগঠনটিকে আইন করে নিষিদ্ধও করা যেতে পারে। তবে আওয়ামী লীগের সবাই খারাপ নয়, তাদের চাইলেও বাদ দেয়া যাবে না। এজন্য পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি৷
মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ
আমলারা চায়নি, তাই গণমাধ্যম সংস্কার হয়নি: জিমি আমির
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির বলেছেন, আমাদের বলা হয়েছিল …

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে …
