• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

‘আত্মগোপনে’ শরীয়তপুর পালং মডেল থানার পরিদর্শক মাসুদুর

   ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৭ পি.এম.
ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলসহ ৬ জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তিনি সেই মামলার ২৭ নম্বর আসামি। গত ৬ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে নির্বিচারে গুলিতে নিহত হয় সাজ্জাদ হোসেন সজল, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, আস-সাবুর এবং বায়েজিদ। পরে পুলিশ ভ্যানেই নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। ওই মামলার ২৭ নম্বর আসামি করা হয় তৎকালীন সাভারের আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানকে। এরপর তিনি শরীয়তপুর জেলা পুলিশে বদলি হয়ে ১৫ সেপ্টেম্বর যোগদান করেন। তারপর শরীয়তপুরের পুলিশ সুপার তাকে ১২ ডিসেম্বর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন। তবে গত ২৪ এপ্রিলের পর থেকে তিনি কর্মস্থলে আসছেন না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, স্যার গত ২৪ তারিখ থেকে অফিসে আসছেন না। কী কারণে সেটি সঠিক বলতে পারবো না। শুনতে পেয়েছিলাম তার আম্মা নাকি অসুস্থ, সে কারণে তিনি তার আম্মাকে দেখতে গিয়েছেন। বাকিটা সিনিয়র যারা আছেন, তারা বলতে পারবেন।

এ ব্যাপারে জানতে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমানকে তার ব্যবহৃত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানতে পেরেছি। তবে কতোদিন ধরে সেটি দেখতে হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর তিনিসহ অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে কারো বিরুদ্ধে মামলা হলেই তিনি অভিযুক্ত কিংবা অপরাধী এমন নয়। তদন্ত করার আলোকে প্রমাণ যেটি আসবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন