• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

হত্যাচেষ্টা মামলা

৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

   ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, অন্যদিকে আসামি পক্ষ তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড অনুমোদন দেন।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে কিছু যুবক আটক করে। পরে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার প্রায় ১০ মাস পর তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

এ মামলার অন্যতম আসামি হিসেবে অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ
‘পিছে তো দেখো’
‘পিছে তো দেখো’