• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি: রিজভী

   ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সরকারের ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক (দোসর) কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এর প্রস্তুতি সর্ম্পকে জানাতে বুধবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা উচিত ছিলো। অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হয়নি।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া, ৩০ জন রিকশাশ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। যদিও অনেকে শ্রমিক শ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চায় না বলে মত দেন তিনি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শ্রমজীবী মানুষের আয় কমছে। নিত্যপণ্যের উর্দ্ধগতিতে তাদের জীবন ওষ্ঠাগত।

ভিওডি বাংলা/ এবং

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ