• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিষ্টির বক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার

   ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফার্মের মোড় এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেয়। কে বা কারা ফেলে গেছে তা কেউ জানে না।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার দুপুর ১টার সময় খবর পায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের লাশ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে