• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি

   ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ঈদের টানা ৯ দিনের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও তিন দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহান মে দিবসের একদিনসহ সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। একসঙ্গে মিলিয়ে টানা তিন দিন ছুটি পাচ্ছেন তারা।

এছাড়া, আগামী মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। এর আগে দুই দিন ৯ মে (শুক্রবার) ও ১০ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি। এ কারণেই একই মাসে দুই বার টানা তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতরের সময় টানা ৯ দিনের লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম