পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা হয়েছে : প্রেস সচিব


আন্তর্জাতিক ডেস্কঃ
অবশেষে আনুষ্ঠানিক একটি বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (৪এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বেশ কিছু দিন ধরে নানা মাধ্যমে তাদের বৈঠকের বিষয়টি আলোচনায় ছিল।
এই বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেয় সচিব শফিকুল আলম। ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুপুরে বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আমাদের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল প্রধান উপদেষ্টা সবগুলো বিষয়ে বলেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে, তিনি যে সেখানে বসে অনেক ধরনের কমেন্ট করছেন, সে বিষয়ে কথা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে।
ভিওডি বাংলা/এম
আমলারা চায়নি, তাই গণমাধ্যম সংস্কার হয়নি: জিমি আমির
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির বলেছেন, আমাদের বলা হয়েছিল …

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে …
