ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ইবি শিবিরের ঈদ উপহার প্রদান


ইবি প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকায় ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। এতে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইবি শিবির সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, “ঈদ শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না, বরং এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এবং ত্যাগের চেতনা জাগ্রত করে। এই পবিত্র দিনে আমরা আমাদের চারপাশের অভাবী মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। ইসলামী ছাত্রশিবির সর্বদা সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে। আমরা ছাত্রদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকি। আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজ যদি সমাজের কল্যাণে এগিয়ে আসে তবে একটি সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “ছাত্রসমাজের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার প্রদান তারই একটি অংশ। এই উপহার সামগ্রী শুধু কিছু খাদ্রসামগ্রী নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, আমাদের এই সামান্য উপহার সবার ঈদকে আরও আনন্দময় করে তুলবে।”
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম
রাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে …

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট …

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন …
