• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘খালি পকেট’ থেকে ‘শতগাড়ির’ শোভাযাত্রা

সারজিসের কাছে ব্যাখ্যা চাইলেন জারা

   ২৫ মার্চ ২০২৫, ০৮:১৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের একটি রাজনৈতিক শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা। পাশাপাশি সারজিসকে এর পরিষ্কার ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।

তিনি বলেন, এতো বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। তাই এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা আসা উচিত। 

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যার সাতটার দিকে নিজ ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রশ্নটি তোলেন।

শতাধিক গাড়ির বহর নিয়ে ওই শোভাযাত্রায় অর্থের যোগান কোথা থেকে এলো প্রশ্ন করে জারা বলেন, সম্প্রতি তোমার (সারজিস) নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

সারা বলেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’

তিনি বলেন, তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। 

কিন্তু সেই প্রেক্ষাপটে এতো বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, যোগ করেন সারা।

আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব উল্লেখ করে সারা বলেন, আমি আশা করি, বিষয়টি তুমি (সারজিস) আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন