• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

   ২৪ মার্চ ২০২৫, ০৭:১৮ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি।

সোমবার (২৪ মার্চ) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস. এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই ৪ হাজার নিরস্ত্র এএসআই নিয়োগ হচ্ছে
শিগগিরই ৪ হাজার নিরস্ত্র এএসআই নিয়োগ হচ্ছে
কৃষি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার পদে নেবে ৩৯৮ জন
কৃষি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার পদে নেবে ৩৯৮ জন
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই