দেশের অভ্যন্তরীণ
রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় : সারজিস


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা রিফাইন্ডের গল্প যাতে কেউ না শোনায়। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই।
সারজিস বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোন ভার্সন যেন মানুষকে শোনানো না হয়।
তিনি বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি।
বিমানবন্দর থেকে পঞ্চগড় জেলার উদ্দেশ্য যাত্রা করেন সারজিস আলম। দুপুর ও বিকালে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে ।
ভিওডি বাংলা/এম
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
