• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

শাকিবের ‘অন্তরাত্মা’

   ২৩ মার্চ ২০২৫, ০৬:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
২০২১ সালের মার্চে শেষ হয় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রীর দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়।

শুটিং শেষ হওয়ার প্রায় চার বছর পর হঠাৎ মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একাধিক সদস্য। নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমনও।

বলেন, ‘আমাদের ‘অন্তরাত্মা’ কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু ছাপিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে।’

তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু জানিয়েছেন, মুক্তির সনদ পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ বিষযে প্রযোজকই (সোহানী হোসেন) সকল সিদ্ধান্ত নেবেন বলে জানান এই নির্মাতা।

চার বছর আটকে থাকার কারণও জানিয়েছেন পরিচালক। তার ভাষ্য, ‘লকডাউনের ঠিক আগে আগে শুটিং শেষ করেছি। এখন ভারতে পোস্ট প্রডাকশনের কাজ চলে। যাবতীয় কাজ শেষ করে ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় ও সব কাজ সময়মতো শেষ করতে না পারায় জটিলতার মধ্যে পড়ে।’

এদিকে, ‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

অন্যদিকে ঢালিউডে নতুন গুঞ্জন, ঈদে আটকে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি! শুটিং নীতি না মানাসহ বেশ কয়েকটি অভিযোগ এসেছে সিনেমার বিরুদ্ধে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”