• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের ব্যাপারে জিরো টলারেন্স: রাশেদ প্রধান

   ২৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর মজলুমদের হত্যা করেছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, দেশের অর্থ পাচার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবস্ত্র করে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগ আবার নতুন করে কোন রাজনীতি করতে চায়? আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের ব্যাপারে জনগণের জিরো টলারেন্স। 

রোববার (২৩ মার্চ) পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ২৩ মার্চ ১৯৭১ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক স্মরণে ‘পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধান এর ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর স্বাধীন বাংলায় আওয়ামী দুঃশাসন মেনে নিতে পারেননি বলেই আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগের ৬৪ জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, শফিউল আলম প্রধান ৭৪ সালেই উপলব্ধি করেছিলেন আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর। আজ তা পুরো জাতি অনুভব করতে পারছে। কথাবার্তা পরিষ্কার, ভালো আওয়ামী লীগ - খারাপ আওয়ামী লীগ বলে কিছু নাই। প্রয়োজনে আমরা ২৪ এর জুলাইকে ২৫ এ আবারও ফিরিয়ে আনবো কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের নীলনকশা মেনে নেওয়া হবে না।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুবনেতা শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জনি নন্দী প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য স্থিতিশীল
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য স্থিতিশীল