• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে কসবায় জামায়াতের ইফতার

   ১৯ মার্চ ২০২৫, ০৭:১৭ পি.এম.

কসবা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ মার্চ বিকাল ৪টায় থানা সদরের আল ফালাহ প্লাজায় থানা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সারওয়ারের যৌথ পরিচালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বি-বাড়ীয়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বি-বাড়ীয়া জেলা জামায়াতের আইন-যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রুকন উদ্দিন, ইসলামী আন্দোলনের কসবা উপজেলা সভাপতি ইউসুফ আহমেদ,প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, গণ অধিকার পরিষদের সভাপতি হিজবুল্লাহ, পৌর জামায়াতের আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি মিজানুর রহমান, শিক্ষক নেতা মনির হোসেন, মাওলানা ওয়ালিউল্লাহ গাফফারী, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, জামায়াত নেতা মাসুদুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল