• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

   ৫ মার্চ ২০২৫, ০৪:০২ পি.এম.

মো. সামিউল ইসলাম 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত মঙ্গলবার  (৪ মার্চ) উপাচার্য কার্যালয়ে হট্টগোলের পর ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইবি প্রশাসন। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির  নির্দেশনায় ক্যাম্পাস জুড়ে  মাইকিং এর মাধ্যমে  এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। 

মাইকিং করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ৫ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ সম্পর্ণ নিষেধ থাকবে।  অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয় পত্র বহন করতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জমানের বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে মাইকিং করা হচ্ছে। কেউ অমান্য করলে বিশ্ববিদ্যালয় আইনানুগ ব্যবস্থা নিবে। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ বলেন,প্রক্টরিয়ার টিমকে বলে দেয়া আছে যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফটোকে যেন নিরাপত্তা নিশ্চিত করে। যদি কেউ আইন ভঙ্গ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ
ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা