বাংলাদেশের ইতিহাসে
প্রথম ঈশ্বরদীতে টেস্ট-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এই প্রথম টেস্ট-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের যা প্রথম। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী পাকশী রেলওয়ের ফুটবল মাঠে পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ এর উদ্যোগে এই খেলক অনুষ্ঠিত হয়।
এই খেলায় অংশগ্রহন করে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ ও রেস্ট অব ওয়েস্ট জোন।
খেলাটি টেস্ট ক্রিকেটের মতো দুই ইনিংসে এবং টি-২০ ক্রিকেটের মতো প্রতি ইনিংসে ২০ ওভারে অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেস্ট অব ওয়েস্ট জোন নির্ধারিত ২০ ওভারের পূর্বেই ১৭ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়। দলের পক্ষে অধিনায়ক তন্ময় সর্বোচ্চ ৩৮ বলে ৪০ রান করেন। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দলের নাজিম ৪ ওভার বোলিং করে ২৭ রানে ৩টি উইকেট লাভ করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দল প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাটিং করে ১৩০ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করেন সারোয়ার। রেস্ট অব ওয়েস্ট জোনের রাজু ১৯ রানে ৩টি উইকেট লাভ করেন।
প্রথম ইনিংসে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ একাদশ ৪৪ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে পুনরায় রেস্ট অব ওয়েস্ট জোন ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়। দলের পক্ষে আশিক সর্বোচ্চ ১৭ বলে ৩৮ রান, অধিনায়ক তন্ময় ২১ বলে ৩৭ রান সংগ্রহ করেন। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দলের এফ.এম ৩০ রানে ৪টি উইকেট সংগ্রহ করেন। উভয় ইনিংস মিলিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ পাকশী দলের টার্গেট দাঁড়ায় ২০ ওভারে ১৩৭ রান।
জবাবে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় পাকশী বিভাগীয় রেলওয়ে একাদশের ইনিংস। ফলে ৩০ রানে জয় পায় রেস্ট অব ওয়েস্ট জোন একাদশ। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ পাকশী দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ২৪ রান করেন দলীয় অধিনায়ক সুমন। রেস্ট অব ওয়েস্ট জোন একাদশের পক্ষে সনি ২৫ রানে ৩টি উইকেট সংগ্রহ করেন।
উভয় ইনিংস মিলে দলের পক্ষে ৩১ রান এবং ৫ উইকেট লাভ করায় রেস্ট অব ওয়েস্ট জোন একাদশের লেলিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ক্রিকেটের নব্য সংস্করণ টেস্ট- ২০ ক্রিকেটের স্বাক্ষী হয়ে রইলো পাকশী রেলওয়ে মাঠ ও অংশগ্রহণকারী দুই দল। পুরো ম্যাচে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলীয় পাকশীর বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ এবং বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার।
পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মানী পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, আমি ছোটবেলা থেকে ক্রিকেট প্রেমী মানুষ। বাংলাদেশের ইতিহাসের প্রথম ঈশ্বরদীতে টেস্ট-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো। পাকশী রেলওয়ে মাঠে আমার ব্যাক্তিগত উদ্যোগে ক্রিকেটের ৪র্থ সংস্করণ টেস্ট-২০ অনুষ্ঠিত হলো- যা এখন পর্যন্ত ক্রিকেটের জন্মভূমি খ্যাত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রচলিত থাকলেও ইংল্যান্ডের বাইরে এবারই প্রথম পাবনার ঈশ্বরদী উপজেলায় টেস্ট-২০ ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হলো।
তিনি আরো বলেন, রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারীদের চাকুরির পাশাপাশি ছুটির দিনগুলোতে খেলাধূলামুখী করতে আমার এমনই উদ্যোগ। যা চলমান রেখেছি।
ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ







