• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাহান্দার আলী মিয়া

বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পি.এম.
মাদারীপুর–২ আসনে নির্বাচনী জনসভা। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৭১এর স্বাধীনতার কথা আমাদের ভুলে গেলে চলবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় শ্রীনদী বাজার সংলগ্ন শিরখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নেই নির্বাচনের মাঠে তাই ভোটারদের বলবো জাতীয়তাবাদী বিএনপি'র প্রতীক মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক তাই ধানের শীষে ভোট দিন আমি যদি এমপি হতে পারি আপনাদের সকল চাহিদা পূরণ করবো।

শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, কেন্দ্রীয় মহিলা যুবদলের সদস্য ডেইজি, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ, আদিল মাহমুদ খান, শিরখাড়া ইউনিয়ন বিএনপি নেতা বাবলু শেখ, বিএনপি নেতা তোতা বাঘা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (রফি খালাসী), জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী, যুবদল নেতা রাজীব ফরাজী, বিএনপি নেতা দাদন ফকির, বশির মাতব্বর। 

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা খোকন হাওলাদার, সঞ্চালনা করেন ডাক্তার আনোয়ার হোসেন এ সময় বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

ভিওডি বাংলা/ এস এম মেহেদী হাসান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা