• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাণী হামিদ:

মহিলা দাবা লিগে আরও এক শিরোপা

স্পোর্টস ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পি.এম.
মহিলা দাবা লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের সঙ্গে কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ-ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বয়স যেন কোনো বাধাই নয়-এর উজ্জ্বল প্রমাণ কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। ৮২ বছর বয়সেও আন্তর্জাতিক মানের দাবায় নিয়মিত অংশগ্রহণ করে শিরোপা জয়ের অসাধারণ নজির স্থাপন করে চলেছেন তিনি। সর্বশেষ মহিলা দাবা লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের হয়ে খেলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এই অভিজ্ঞ ক্রীড়াবিদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগের চূড়ান্ত পর্বে সাত ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতে বাংলাদেশ আনসার ও ভিডিপি। একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হলেও গেম পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারিত হয়। আনসার ও ভিডিপি দল ২৪ গেম পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশ নৌবাহিনী পায় ২২.৫ গেম পয়েন্ট।

চ্যাম্পিয়ন দলের পক্ষে খেলেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ ছাড়াও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

এই বয়সে লিগ পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া নিঃসন্দেহে কঠিন। তবে রাণী হামিদের কাছে বিষয়টি যেন একেবারেই স্বাভাবিক। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি চারটি ম্যাচ খেলেছি। দলের সবাই খুব ভালো খেলেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত মৌসুমে পুলিশের হয়ে খেলেও তিনি লিগ শিরোপা জিতেছিলেন।

খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয়ী রাণী হামিদ বলেন, ‘আমি নিয়মিতই দাবা খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা হয় না। ফেব্রুয়ারিতে আমার বয়স ৮৩ বছরে পা দেবে। যত দিন সুস্থ থাকব, তত দিন খেলেই যাব।’

অন্যদিকে রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী দলের হয়ে অংশগ্রহণ করেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

রাণী হামিদের এই সাফল্য শুধু একটি শিরোপা জয় নয়, বরং এটি প্রজন্মের পর প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার প্রতীক। বয়স যে প্রতিভা, মনোবল ও অধ্যবসায়ের কাছে হার মানে-তা আবারও প্রমাণ করলেন বাংলাদেশের দাবার জীবন্ত কিংবদন্তি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে
বাংলাদেশ নারী দল: থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে