• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস-ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ কিংবা উগ্রপন্থী হামলার আশঙ্কা রয়েছে। এ ধরনের সহিংস ঘটনার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয়।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। দূতাবাস জানায়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে।

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষিত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এর আওতায় ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর কনসুলার সেবা প্রদান করবে বলে জানিয়েছে।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বেশ কিছু করণীয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি নির্দেশনা অনুসরণ করা, কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
নবম পে-স্কেলের গেজেট দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন
সরকারি কর্মচারীরা: নবম পে-স্কেলের গেজেট দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন