• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেজাল খাদ্যপণ্য উৎপাদন

মধুপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
মধুপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মধুপুর পৌর শহরের রানিযাদ, মালাউড়ি ও টেংড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টেংড়ী এলাকার ভাই ভাই মসলা মিলকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা, রানিযাদ এলাকার আজগর আলীর আশা ফুড প্রোডাক্টস কারখানাকে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা এবং একটি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানকে মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা আরোপ করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল, প্রতারণা বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত