• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ মানুষের অধিকার নিশ্চিত করবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পি.এম.
বক্তব্য রাখছেন অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল লক্ষ্য হলো মানুষের অধিকার নিশ্চিত করা—যে অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, ‘অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে ৫৪ বছর পর আবার মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আমরা হেলায় এই সুযোগ হারাবো না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

আলী রীয়াজ বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘এই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে—যেখানে রাষ্ট্র ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কোনো বৈষম্য করবে না।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ও ব্যাপক সংস্কার প্রয়োজন, আর সেই সংস্কারের লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি।

সংবিধানের ৭(ক) অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলেও দীর্ঘদিন ধরে জনগণ সেই ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। ভবিষ্যতের বাংলাদেশ যেন অতীতের পুনরাবৃত্তি না হয়, সেজন্য গণভোটে অংশগ্রহণ জরুরি।

রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বাস্তবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ও সিদ্ধান্ত তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছানির্ভর হয়ে পড়েছিল, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, এটি সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশে বড় বাধা। প্রস্তাবিত সংস্কারে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য বিষয়ে এমপিদের স্বাধীন মত দেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল চেতনা ছিল সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা। তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ বা আল্লাহর ওপর আস্থা থাকবে না—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ বোগাস।’ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। এছাড়া বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তাসহ অন্যরা।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”