ময়মনসিংহ–১০
দেশের সার্বিক অগ্রযাত্রার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন: আক্তারুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ–১০ (গফরগাঁও–পাগলা) আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাওনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এ জনসভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আবু সাহিদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার মহাপরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ, দেশের অগ্রগতি, অগ্রযাত্রা, উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকার সমস্যার সমাধান, দূর্নীতি দূরীকরণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে ধানের শীষে ভোট দিন।

বাচ্চু বলেন, গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানার মানুষ খুব অবহেলিত, বঞ্চিত। অবহেলিত, বঞ্চিত জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে আমি কাজ করতে চাই। সবার জন্য নিরাপদ গফরগাঁও গড়তে কাজ করতে চাই। সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে শিল্পায়নের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করতে চাই।
বাচ্চু বলেন, ধানের শীষে ভোট দিলে, পরিবারের মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ২৫০০-৩০০০ টাকা সমমূল্যের চাল, ডাল, চিনি, লবন, তৈলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে সরকার থেকে দেয়া হবে। কৃষক ভাইদের কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা দেয়া হবে। হেলথ কার্ডের মাধ্যমে স্ব্যাস্থ্য সহায়তা দেয়া হবে।
বাচ্চু বলেন, গফরগাঁও হাসপাতালকে ২০০ শয্যায় উন্নীত করতে চাই, পাগলায় আরেকটি ১০০ শয্যা হাসপাতাল নির্মাণ করতে চাই। শিক্ষা, স্ব্যাস্থ্য, অবকাঠামোর উন্নয়নে, বেকারত্ব দূরীকরণ করে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক গফরগাঁও গড়তে চাই। যে গফরগাঁওয়ে দল মত নির্বিশেষে সবাই সবার কথা বলতে পারবেন, শান্তিতে, নিরাপদে থাকতে পারেন।
উক্ত জনসভায় আরো বক্তব্য দেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারি, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, মিজানুর রহমান পল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহিবুর রহমান নাসিম, আব্দুস সালাম বিপ্লব, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম জুয়েল, আব্দুল আজিজ সাদেক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবির চান মিয়া, রাওনা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য হেলাল উদ্দিন সরকার, আব্দুল করিম, আব্দুস শহীদ, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন, গফরগাঁও উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মোক্তার হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষঠান সঞ্চালনা করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল।
ভিওডি বাংলা/ আরিফ







