• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব বয়সী মানুষের ভালোবাসায় সিক্ত ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণাকে ঘিরে দেখা যায় ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে রাজধানীর ওয়ারী এলাকা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরজমিনে দেখা যায় রাজধানীর ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রচারণাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এলাকার শিশু, কিশোর, নারী ও প্রবীণরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অনেকের হাতে ছিল গোলাপ, গাঁদা ও রজনীগন্ধার তোড়া যা পুরো এলাকাকে করে তোলে রঙিন ও প্রাণবন্ত।

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে চকলেট তুলে দেন। শিশুদের মুখে হাসি আর উচ্ছ্বাসে মুহূর্তগুলো হয়ে ওঠে আরও আবেগঘন। স্থানীয়দের মতে, একজন প্রার্থী হিসেবে তার এই মানবিক আচরণ সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

প্রচারণা চলাকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে করমর্দন করেন, বুকে জড়িয়ে নেন এবং তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই জানান, তারা পরিবর্তনের প্রত্যাশায় তাকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন।

পুরো প্রচারণাজুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চলছে।

ফুলেল শুভেচ্ছা আর সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ইঙ্গিত দিচ্ছে-ঢাকা-৬ আসনে নির্বাচনী মাঠে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘিরে জনমনে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে