দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বিশেষ করে শেরপুরসহ কয়েকটি এলাকায় সংঘটিত সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় জানানো হয়, দুপুর ১২টায় রাজধানীতে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নির্বাচনী পরিস্থিতি, বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার বিস্তারিত চিত্র এবং এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দলের বক্তব্য তুলে ধরা হবে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







