• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুর-৩ আসন

বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুর প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পি.এম.
নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম। সংগৃহীত ছবি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘জনতার মুখোমুখি’ ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে জামায়াত নেতা রেজাউল করিমসহ অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, ‘জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা