• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি

সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎পথসভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ও যুবদলের সভাপতি এবং উপজেলা বিএনপি নেতা ইকবাল কবির পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, বিএনপির জেদ্দা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মহিদুল হাসানসহ বিএনপির নেতা মোঃ নান্টু, সানোয়ার, সাইফুল ব্যাপারি, মতি, মধু ও অন্যান্য নেতাকর্মীরা।

‎পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইকবাল কবির পলাশ বলেন, ‌‘আমরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে।”
‎বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।’

ভিওডি বাংলা/ ‎মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা