সারিয়াকান্দি
সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ও যুবদলের সভাপতি এবং উপজেলা বিএনপি নেতা ইকবাল কবির পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, বিএনপির জেদ্দা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মহিদুল হাসানসহ বিএনপির নেতা মোঃ নান্টু, সানোয়ার, সাইফুল ব্যাপারি, মতি, মধু ও অন্যান্য নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইকবাল কবির পলাশ বলেন, ‘আমরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে।”
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।’
ভিওডি বাংলা/ মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ







