• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২

সরাইল-আশুগঞ্জে মডেল প্রেসক্লাব গড়ার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এইচ এন তরুণ দে। ছবি: ভিওডি বাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে কলাছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এইচ এন তরুণ দে। গত কয়েকদিন ধরে তিনি সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরছেন।

নির্বাচনী প্রচারণার ফাঁকে সরাইল-আশুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে এইচ এন তরুণ দে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল ও আশুগঞ্জের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে প্রত্যাশা নিয়ে বেঁচে আছে, সেই প্রত্যাশা পূরণ করতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি বলেন, নির্বাচনী মাঠে নামার পর থেকেই সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন। তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সহযোগিতা করছেন। এই ভালোবাসাই আমার মূল শক্তি বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ এন তরুণ দে জানান, এখন পর্যন্ত তার নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের বাধা বা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়নি। তিনি বলেন, আমি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে যদি কেউ অযৌক্তিকভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে সরাইল ও আশুগঞ্জের জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার থাকবে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি। ‘আমাদের তরুণরা আজ দিশেহারা। কাজের সুযোগ না পেয়ে অনেকেই ভুল পথে যাচ্ছে। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করব, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে ‘

মাদকের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন, সমাজ ও পরিবারকে একসঙ্গে নিয়ে কাজ করব।’

এছাড়াও সরাইল ও আশুগঞ্জে বিভিন্ন সময়ে সংঘাত, সহিংসতা ও সামাজিক বিভাজনের বিষয়টি উল্লেখ করে এইচ এন তরুণ দে বলেন, এই এলাকায় অপ্রয়োজনীয় সংঘাত ও বিভেদ পরিহার করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, মত প্রকাশ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য।

সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জে কর্মরত সাংবাদিকদের জন্য একটি মডেল প্রেসক্লাব গড়ে তুলব। সব সাংবাদিককে একত্রিত করে একটি শক্তিশালী ও স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে সাংবাদিকরা পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হয় না। তাই সাংবাদিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করা তার অন্যতম অঙ্গীকার। এ সময় স্থানীয় অনেক সাধারণ মানুষ জানান, তারা একজন দলীয় প্রার্থীর চেয়ে একজন স্বতন্ত্র, নিরপেক্ষ ও জনগণের কাছের মানুষকে সংসদে দেখতে চান। তাদের মতে, এইচ এন তরুণ দে এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে ভালোভাবে অবগত।

নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এইচ এন তরুণ দে এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য। আমি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবারের নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এইচ এন তরুণ দে’র সক্রিয় প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা