• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদ

ক্ষমতায় এলে এক মাসে কুমিল্লা বিভাগ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পি.এম.
কুমিল্লার দেবীদ্বারে এক পথসভায় আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সংগৃহীত ছবি

১১ দলীয় জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেটের ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ গণভোটের পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘১১ দলীয় জোটের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই—আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হবে।’ 

তিনি বলেন, গত ১৫ মাস দায়িত্বে থাকাকালে বঞ্চিত কুমিল্লার উন্নয়নে কাজ করেছেন তিনি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন কেবল একটি ঘোষণার অপেক্ষা রয়েছে।

তিনি আরও বলেন, ‘যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের বিরূপ মনোভাব ছিল। সে কারণেই কুমিল্লায় নতুন কোনো প্রকল্প তো দূরের কথা, চলমান অনেক উন্নয়ন প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি যেখানে পাকা রাস্তা ছিল, সেগুলোও অসম্পূর্ণ রেখে মাটির রাস্তায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। শুধু তাই নয়, গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি দল সেই পুরোনো অভিজ্ঞতার পুনরাবৃত্তি করেছে। এই অভিজ্ঞতাই ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত।’

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের