ড. ইউনূস
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল, তার ফলেই একটি শক্তিশালী সরকারের পতন ঘটে।
ড. ইউনূস বলেন, বর্তমানে ডিজিটাল খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। কারণ এই খাত থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতও প্রভাবিত হবে।
নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সরকার একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, আর জনগণ নিজেদের মতো করে সেটি ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির শক্তি।
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, পাহাড়ের তিন জেলায় থাকা আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারে।
সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, এটি এক ধরনের দাসপ্রথার শামিল। উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়কের ভূমিকা পালন করতে হবে।
সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয় মন্তব্য করে ড. ইউনূস বলেন, দীর্ঘদিন একই পদে থাকলে মানসিকতা স্থবির হয়ে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়। তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত।
জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি, সেই সামর্থ্য আমাদের রয়েছে।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ







